সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের আঃ কাশেম খান’র ছেলে কে.এম সাইদুর রহমান (৩৫) বাদী হয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মস্তফা (৪৮) কে আসামি করে বিজ্ঞ কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত মামলা দায়ের করেন। মামলা নং- ১০২/২০২৪।
মামলায় উল্লেখ্য করে কে.এম সাইদুর রহমান বলেন, পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক শূন্য পদে বিধি মোতাবেক নিয়োগের জন্য গত ১৪/০৮/২০২৩ ইং তারিখ দৈনিক জনকণ্ঠ পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে আমি গত ইং ২১/১০/২০২৩ তারিখের অনুষ্ঠিত পরীক্ষায় নম্বর ফর্দ যাচাই বাছাই অস্তে আমি সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হয়ে ১ম স্থান অধিকার করে নির্বাচিত হলে উক্ত নম্বর ফর্দ তালিকায় আসামী সহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যগণ স্বাক্ষর করে নির্বাচনী বোর্ডের সুপারিশ মোতাবেক ইং ১৯/১১/২০২৩ তারিখে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ০৫/২৩নং সভার গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী আমাকে অত্র বিদ্যালয়ে অফিস সহায়ক পদে অস্থায়ী ভিত্তিতে চাকুরীর জন্য। নিয়োগ পত্র প্রদান করেন। আমি নিয়োগ পত্র প্রাপ্ত হয়ে ২০/১১/২০২৩ ইং তারিখে পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়ক পদে যোগদান করি। তিনি আরও বলেন, পরবর্তীতে আমি আসামীর সাথে আমার বিলের জন্য যোগাযোগ করলে আসামী প্রকাশ করে যে, “আমি তোমাকে চাকুরীটা দিলাম, বাড়ি থাকিয়া বাড়ির কাছে সারাজীবন চাকুরী করিতে পারিবেন। যাই হোক এখন আমাকে দুই লক্ষ টাকা চাঁদা দিলে তোমার বিল এর যাবতীয় প্রসেজ করিয়া দিব বলিলে, তাহাতে আমি কাকুতি মিনতি করলে আসামী বলে যে, বাড়িতে গিয়া অভিভাবকদের সাথে আলোচনা করেন। অভিভাবকগন নিশ্চয়ই টাকা জোগার করে দিবে।” আমি আসামীর দাবীকৃত চাঁদা টাকা সংগ্রহ করতে ব্যর্থ হয়ে আমার চাকুরীর বিল ইস্যু করার জন্য একাধিকবার আসামীর নিকট গিয়ে অনুনয় বিনয় করলে আসামী তাতে আমার প্রতি আরো ক্ষিপ্ত হয়।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মস্তফা বলেন, উক্ত মামলার বাদী এর সাথে উল্লেখিত বিষয়ে আমার সাথে কখনোই কোন আলোচনা হয়নি, তাকে আমি চিনতামও না।
তিনি আরো বলেন, বর্নিত টাকা পয়সা নিয়ে আলোচনার প্রশ্ন-ই উঠে না,তাছাড়া ও তার বিল পাঠানোর সময় এখনো অনেক দুরে আছে, বিষয়গুলো তার মনগড়া কল্পকাহিনি মাত্র। আমি এটার জোর প্রতিবাদ জানাচ্ছি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply