সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

হাফিজুর রহমান আকাশঃ কুয়াকাটার মম্ভিপাড়া পিকআপ ভ্যানসহ একটি সেতু ভেঙ্গে খালের মধ্যে পড়ে গেছে। এমন সংবাদের ভিত্তিতে সরজমিন পরিদর্শন করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৫ সালে সেতুটি নির্মাণ করা হয়েছে। পুরনো এই ব্রিজ নড়বড়ে হয়ে পড়েছে প্রায় দুই বছর আগে। তবুও সংস্কার করা হয়নি। গত বছর হঠাৎ একদিন ব্রিজটি কিছু অংশ ভেঙে পড়ে। এই ব্রিজ দিয়ে প্রতিদিন লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া, নতুন বাজার, বড়হরপাড়া, পৌরঘোজা এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ ১০ গ্রামের মানুষ চলাচল করে। কুয়াকাটায় অগত পর্যটকরা মিশ্রিপারা বৌদ্ধ মন্দির দেখতে যাওয়ার একমাত্র সহজ পথ ছিল এটি। ৮০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট চওড়া ব্রিজের সম্পূর্ণ অংশ ভেঙে খালে পড়ে আছে।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী সাদিকুর রহমান, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) লতাচাপলী ইউনিয়ন টিম লিডার মোঃ শফিকুল আলম, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ প্রমুখ।
কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, এক বছর ধরেই আমরা এই ভাঙা ব্রিজ পার হয়ে যাওয়া আসা করি। তবে ব্রিজটি সম্পূর্ণ ভাঙার কারণে এখন যাতায়াতে অনেক সমস্যা হবে। ছাত্র-ছাত্রী স্কুলে যেতে অনেক সমস্যা হবে। চরম ভোগান্তিতে পড়বে অসুস্থ রোগীরা।
কলাপাড়া এলজিইডির উপজেলা প্রকৌশলী সাদিকুর রহমান জানান, ব্রিজটি অপসারণ করে ওই খালের উপর একটি নতুন গাডার সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। আপাতত একটি কাঠের সাথে নির্মাণ করা হবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, কুয়াকাটা থেকে মিস্ত্রিপাড়া বৌদ্ধমন্দিরগামী জনগুরুত্বপূর্ণ মম্ভিপাড়া সাধুর ব্রীজটি ভেঙে পড়ায় সাময়িক অসুবিধার সৃষ্টি হয়েছে। কুয়াকাটায় আগত পর্যটকদের যাতায়াতের স্বার্থে এবং আশেপাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় দ্রুততম সময়ের মধ্যে এখানে একটি অস্থায়ী ব্রিজ নির্মাণ করে দেওয়া হবে। ভেঙ্গে যাওয়া ব্রিজের স্থানে একটি নতুন গার্ডার ব্রিজ নির্মাণের জন্য ইতোমধ্যে প্রস্তাব প্রেরণ করা হয়েছে ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply