রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

মো.নাহিদুল হকঃ কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে মৃত একটি বন্যহরিন। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে জোয়ারের পানিতে এটি ভেসে আসে। পরে এটিকে মাটি চাঁপা দেয়া হয়। তিন ফুট দৈর্ঘ্য’র এ চিত্রা হরিনটির মুখ থেকে রক্ত ক্ষরন হচ্ছিল। হরিনটি অনেকটা ফুলে গেছে। সুন্দরবনে ঘূর্নিঝড় রেমালের আঘাতে হরিনটি মারা যেতে পারে এমনটাই ধারনা করেছেন স্থানীয়রা।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সভাপতি রুমান ইমতিয়াজ জানান, ঘূর্নিঝড় রেমালে পানি বৃদ্ধির কারনে হয়তো হরিনটি মারা গেছে। এমন আরো অনেক মৃত হরিন সাগরে ভাসমান অবস্থায় জেলেরা দেখেছেন বলে তিনি শুনতে পেয়েছেন।
এ্যানিমেল লাভার্স কলাপাড়া সংগঠনের সদস্য মো. বায়েজিদ মুন্সি জানান, এ্যানিমেল লাভার্সের সদস্য এবং স্থানীয় বন-বিভাগের সহায়তায় হরিনটি মাটিচাঁপা দেয়া হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply