রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফয়জুর ইসলাম আশিক তালুকদারের বাসায় যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় ১.১×টি চাইনিজ কুড়াল (চাইনিজ কুড়ালের কভার সহ), ২.১×চাপাতি. ৩.১×টিপ চাকু, ৪.১×ছোট চাকু, ৫.১×হক স্টিক উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে গোয়েন্দা সূত্রের উপর ভিত্তি করে সেনাবহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়।
গোয়েন্দা সূত্র জানা গেছে শুক্রবার রাতে পৌর শহরের ৮নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফয়জুর ইসলাম আশিক তালুকদার এর বাসায় সেনাবহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযান চলাকালীন সময়ে আশিক কে বাসায় পাওয়া যায়নি, কিন্তু তার বাসা থেকে ওইসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র সমূহ কলাপাড়া থানায় পুলিশের সহায়তায় জমা করা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply