রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ মৎস্যবন্দর খ্যাত মহিপুরে মাদক ব্যবসায়ী ভুমিদস্যু জ্বালিয়াত চক্রের হোতা ইসমাইল সিকদার গং জোরপুর্বক আবুল বাসারের বসতবাড়ী দখল পুর্বক দোকান ঘর তৈরী করার অভিযোগ পাওয়া গেছে।
০৫ আগস্ট আওয়ামীলীগের সরকার পতনের পর মহিপুর শিববাড়িয়া মৌজায় আবুল বাসার ক্রয়কৃত বসতবাড়ী জোরপুর্বক দখলে নেবার অভিযোগ করেন মহিপুর থানায় মো,সোহরাব হোসেন।
মহিপুর থানার বিপিনপুর গ্রামে সাগর সিনেমা হল সংলগ্ন এলাকায় এ বসতবাড়ী দখল হয়।
ইসমাইল সিকদার, ফারুক সিকদার, এরশাদ সিকদার কে আসামী করে মহিপুর থানায় একটি অভিযোগ করেন।
বাদী সোহরাব হোসেনের পুত্র আবুল বাসার শিববাড়িয়া মৌজার ২০১২ সালে বায়না ও ২০১৪ সালে রেজিস্ট্রি দলিলমুলে কুদ্দুস সিকদারের কাছ থেকে ০৫ শতাংশ জমি ক্রয় সুত্রে মালিক হন।বসত ভিটার জণ্য ঘর তোলা হয়।সিমানা প্রাচীর দেয়া হয়।আবুল বাসার ১৮২১ নং দলিলে মুলে ক্রয় সুত্রে মালিকানা হয়ে জমা খারিজ করে এসএ খতিয়ানের২৯৩ নং বিএস খতিয়ানে ১৭৫৪ বিএস দাগনং ৫২২৫ দলিল নম্বর ১৮২১। ১০/৪/২০১৪ ইং তাং আবুল বাসারের নামে বিএস জরিপ হয় বিএস খতিয়ান নং ২০৫৯ নং নামজারী খুলে মো,সোহরাব হোসেনের পুত্র আবুল বাসার নিজ নামে রেকর্ড ভুক্ত হন।বৈশম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর বিবাদীরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আইনের শাসনকে বৃদ্ধাংগুলি দেখিয়ে অবৈধ পন্থায় আবুল বাসারের বসতবাড়ী দখল হয়ে যায় অদৃশ্য শক্তির অলৌকীক ক্ষমতার প্রভাবে।
ওই জমির পুর্ব মালিকা সাবেক বিএনপি যুবদল সভাপতি মো.কুদ্দুস সিকদার বলেন ,০৫ শতাংশ জমি আমি আবুল বাসারের কাছে বিক্রি করেছি।বালু দিয়ে জমি ভরাট করেছি।বাসার এখানে বাড়ী তৈরী করার জন্য প্রয়োজনীয় সবকিছু শুরু করেছিল।এ জমি সার্ভেয়ার দিয়ে মেপে সীমানা পিলার দিয়ে স্হানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বুঝিয়ে দেয়া হয়েছে।ইসমাইল সিকদারের এখানে কোন জমি নাই।তার জমি বিলের মাঝে।সে বিপিনপুরের কাদের মিয়ার কাছ থেকে জমি কিনেছিল সে জমি বিলের মাঝে।
আবুল বাসার এলাকায় না থাকায় ০৫ আগস্টের পর জোরপুর্বক রাতের আধারে এ জমির বসতবাড়ী দখল করে।
জাতীয়তাবাদী যুবদল মহিপুর আহবায়ক কমিটির সদস্য মো,সুমন হাওলাদার বলেন,ইসমাইল হোসেন, ফারুক, এরশাদ সিকদার বিএনপির কেউ না।ওরা চিন্হিত মাদক ব্যবসায়ী ভুমি দস্যু। অন্যর জমি নিজের দাবী করে জমি দখলের অভিযোগ তার নামে ব্যাপক।
আমার নেতা এবিএম মোশাররফ হোসেন, কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদারের কঠিন নির্দেশনা ভুমিদস্যু, দখলবাজ যারাই হোক তাদের নির্মুল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ করতে হবে।
বিপিনপুর গ্রামের আ.কাদের মিয়া বলেন ,ইসমাইল সিকদারের জমি বিলের মাঝে। আমার কাছ থেকে ২০ শতাংস জমি কেনে। এখনো ০৭ লাখ টাকা পাই ওদের কাছে। ওরা খুব খারাপ লোক। আইন কানুন মানে না।
অভিযুক্ত ইসমাইল সিকদার বলেন, ওই জমি আমার ক্রয়কৃত সম্পদ।
মহিপুর থানার পুলিশ উপ পরিদর্শক মো.সরোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
দুর্ভোগী আবুল বাসার বসতবাড়ী দখলকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনের শাসন প্রয়োগপুর্বক বসতবাড়ী থেকে দখলবাজদের উচ্ছেদ করতে সংস্লিস্ট আইন প্রয়োগকারী সংস্থার মানবিক আইনি হস্তক্ষেপ কামনা করেছেন আবুল বাসার।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply