
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া পৌর শহরের রহমতপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রহমতপুর জামে মসজিদে সাংস্কৃতিক, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মসজিদের পেশ ইমাম আবদুল খালেক আনসারীর সভাপতিত্ব করেন। আলোচনা করেন খেপুপাড়া নেছার উদ্দিন সিনিয়র মাদ্রাসার অবনর প্রাপ্ত প্রভাষক অধ্যাপক মাওলানা মো: সোলায়মান, সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা মোঃ আল-আমিন। পরে এশার নামাজ বাদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পুরস্কার বিতরণয় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর জাকি হোসেন জুকু, রহমতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহসুজা, মসজিদ সভাপতি আব্দুর রহিম। সার্বিক সহযোগিতা করেন সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি রফিকুল ইসলাম শাকিলদ, মোহাম্মদ ওলিউল্লাহ।
Leave a Reply