গলাচিপায় ধান লুটের আশংকায় রাত জেগে পাহারা | আপন নিউজ

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে ধর্ষিতার বিরুদ্ধে ধর্ষকের মামলা; মামলার স্বাক্ষীরাও ধর্ষক কলাপাড়ায় শ্বশুর বাড়ি আসার পথে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর আমতলীতে লোহার রড দিয়ে পিটিয়ে জ-খ-ম; টাকা ও স্বর্নাংকার লু’ট কলাপাড়ায় সেচপাম্প দিয়ে দোকানে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃ-ত্যু আমতলীতে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ কলাপাড়ায় বেপরোয়া গতিতে খাদে পড়ল সিএনজি অটোরিকশা, নি-হ-ত ২, আ-হ-ত-৪ আমতলীতে আ’গু’নে পু’ড়ে কয়লা শিশু; দ/গ্ধ মা-বাবা হাসপাতালে আমতলীতে হিরণ গাজী হ*ত্যা মামলার প্রধান আসামীসহ গ্রে’প্তা’র-৫ কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য সহ তিনজনকে কু’পি’য়ে জ/খ/ম আমতলীতে ভোটারদের টাকা দিতে বাঁধা দেওয়ার ছুরি’কা’ঘাতে চেয়ারম্যান সমর্থককে হ/ত্যা
গলাচিপায় ধান লুটের আশংকায় রাত জেগে পাহারা

গলাচিপায় ধান লুটের আশংকায় রাত জেগে পাহারা

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপা চরাঞ্চলে ইতি মধ্যে আমন ধান কাটা শুরু হয়েছে। ধান কাটার মৌসুমকে সামনে রেখে চরাঞ্চলে লাঠিয়াল জোতদার বাহিনী তৎপর হয়ে উঠেছে। ধান কাটার মৌসুম এলেই চরা লের কৃষকের চোখেমুখে দেখা যায় আতংকের ছাপ। তাদের কষ্টে অর্জিত সোনালী ফসল আমন ধান নিয়ে। প্রতি বছরই জোতদার লাঠিয়াল বাহিনীর রক্তচক্ষু পড়ে কৃষকের পাকা ধানের ওপর। ধান কাটার মৌসুমে জোতদার লাঠিয়াল বাহিনী রাতারাতি চরের জমির মালিক হয়ে যায়। কেউ ডি,সি, আরের মাধ্যমে কেউবা ভূয়া কাগজ পত্রের মাধ্যমে। এছাড়া উপজেলার চরবিশ্বাস, চরকাজল ইউনিয়নের সাথে ভোলার জমি নিয়ে দীর্ঘ দিন সীমানা বিরোধ থাকায় ঐ এলাকার কৃষকেরাও আতংকে দিন কাটাচ্ছেন। ধান লুটের আশংকায় কৃষকেরা দিনরাত পালা করে পাহারা দিচ্ছে তাদের কষ্টে অর্জিত ফসল। ধান কাটার মৌসুমে মামলা, হামলা, সংঘর্ষ, ধান লুটপাটের ঘটনা ঘটে থাকে। চরগুলো উপজেলার সংঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় গোলযোগের সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌছতে ট্রলার যোগে ৩/৪ ঘন্টা সময় লাগে। ততক্ষনে লাঠিয়াল বাহিনী ধান কেটে নিয়ে চলে যায়। এরই মধ্যে ভোলার দস্যু বাহিনীর হামলায় একজন কৃষকের মৃত্যু হয়েছে। তাই বাধ্য হয়ে আতংকের মধ্যেও ঐ এলাকার কৃষকেরা রাত দিন পালা করে ধান পাহারা দিচ্ছেন। এ ব্যাপারে চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান মো. বাবুল মুন্সি বলেন, ধান পাকলেই লাঠিয়াল বাহিনী তৎপর হয়ে ওঠে। কৃষকরা দিশেহারা হয়ে পড়ে। চরকাজল ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান রুবেল মোল্লা বলেন, কৃষকদের কষ্টের ফসল রাতের আঁধারে লাঠিয়াল বাহিনী কেটে নেওয়ার পায়তারা চালায়। তাই কৃষরা রাত জেগে সজাগ থেকে ধান পাহারা দেয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!