শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০১:১৬ অপরাহ্ন
গলাচিপা প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় ঘন কুয়াশার কারণে সড়কে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। চলতি মাসের শুরু থেকে শেষ পর্যন্ত উপজেলায় একাধিক শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। সে সময় তাপমাত্রা আরও হ্রাস পাবে। ‘আইজ খুব ঠান্ডা পড়ছে, জটিল ঠান্ডা! রাইতে আরও বেশি আছিল, কুয়াশায় কিছুই দেখা যায় না’। এলাকার শীতের অবস্থা নিয়ে এভাবেই জানাচ্ছিলেন গলাচিপা পৌর শহরের দাস বাড়ির বকুলী রানী। গত কয়েকদিনের পর্যবেক্ষণে দেখা যায়, কুয়াশার পরিমাণের সাথে উপজেলায় শীতের তীব্রতাও ক্রমশ বাড়ছে। রাতের বেলা কুয়াশায় চারদিক আচ্ছন্ন হয়ে গেলেও দিনের আলোয় বেলা গড়ার সাথে সাথে তাপমাত্রা অনেকটাই সহনীয় হয়ে পড়ে। তবে রোদের তীব্রতা কম। এদিকে, ঘন কুয়াশার কারণে সকালে সড়কে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। শীতের আগমনে উপজেলার বিভিন্ন বাজার ও সড়কের পাশে জমে উঠেছে মৌসুমী কাপড়ের ব্যবসা। মানুষজন শীতের কাপড় কিনতে দোকানগুলোতে ভিড় করছেন। ক্রোকারিজ ও হার্ডওয়্যার দোকানগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, শীত বাড়তে থাকায় চাহিদা বেড়েছে ইলেক্ট্রিক কেটলি (ওয়াটার হিটার)। ব্যস্ততা বেড়েছে ধনুকারদেরও (লেপ-তোষক-জাজিম তৈরি করে যে সম্প্রদায়)। বিভিন্ন সামাজিক সংগঠনগুলো ইতোমধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে। পৌর শহরের শান্তিবাগ এলাকার মস্তফা কামাল খান বলেন, ‘গত বছর শীতের মৌসুমে সরকারিভাবে শীত বস্ত্র হিসেবে একটি কম্বল পেয়েছিলাম। এবছর এখনও কোন শীতের কিছুই পাইনি। প্রচন্ড ঠান্ডায় রাতে ঠিকমত ঘুমাতে পারি না।’
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply