রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:১৪ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদকঃ
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান মহিব এমপি বলেছেন, ’শেখ হাসিনার সরকারই একমাত্র দেশের সমৃদ্ধি ও উন্নয়ন করতে পারে। পদ্মা সেতুর মত উন্নয়ন প্রকল্প এর আগের কোন সরকার বাস্তবায়ন করতে পারেনি। তাই গনতন্ত্র ও উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার সরকার বারবার দরকার। ’
সোমবার (২১ডিসেম্বর) বেলা ১১টায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন শাখা’র উদ্দোগে তক্তাবুনিয়া বাজারে অনুষ্ঠিত কর্মী সমাবেশ ও শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিব আরও বলেন, ’দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর উন্নয়নে ৩০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে উন্নয়নের রুপকার শেখ হাসিনার সরকার। যথাযথ প্রক্রিয়া শেষে শীঘ্রই এসকল উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হবে। এছাড়া রাঙ্গাবালীর গাইয়াপাড়া লঞ্চঘাট থেকে পায়রাবন্দর, কলাপাড়া’র সাথে ফেরী সার্ভিস, কোড়ালিয়া ঘাট থেকে গলাচিপার পানপট্রি পর্যন্ত ফেরী সার্ভিস, গাইয়াপাড়া লঞ্চঘাট থেকে কোড়ালিয়া স্পিডবোট ঘাট পর্যন্ত সড়ক নির্মান করা হবে।’
রাঙ্গাবালী উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন’র সভাপতিত্বে কর্মী সমাবেশে এমপি বলেন, ’তৃনমূল আওয়ামীলীগকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। তাই স্বল্প সময়ের মধ্যে উপজেলার বড়বাইশদিয়া ও মৌডুবী ইউনিয়ন আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে তৃনমূলের সকল ইউনিটের ও সহযোগী সংগঠনের সম্মেলন করা হবে।’ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা মহিলা আ’লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, গলাচিপা উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল খালেক প্রমূখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গাবালী উপজেলা আ’লীগের সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন, বড়বাইশদিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ওমর ফারুক। এসময় ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের কয়েক’শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এরআগে তক্তাবুনিয়া বাজার সংলগ্ন মাঠে জুনিয়র স্কুল ভবন ও টুঙ্গিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন এমপি। সকাল ৯টার দিকে রাঙ্গাবালীর মৌডুবী মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও শীতবস্ত্র বিতরন করেন তিনি। পরে বিকেল ৩টার দিকে চালিতাবুনিয়া ইউনিয়ন আ’লীগের কর্মী সভা, সন্ধ্যা ৬টায় ছোট বাইশদিয়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত ইউনিয়ন আ’লীগের উদ্দোগে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি মহিব।
রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের একটি সূত্র জানায়, ২২ ডিসেম্বর সকাল ৮:৩০ মিনিটে রাঙ্গাবালী তহশিল অফিসের নতুন ভবন উদ্বোধন, ৯টায় রসুলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, ১১টায় চরমোন্তাজ এ ছত্তার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরনের বাছাই পর্বে অংশগ্রন এবং বিকেলে চরমোন্তাজ ইউনিয়ন আ’লীগের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন এমপি মহিব্বুর রহমান। এসকল কর্মসূচীর পাশাপাশি উপজেলার প্রায় তিন হাজার শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করবেন এমপি মহিব।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply