শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:৫৭ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর ঐতিহ্যবাহী প্রেসক্লাবের এক বছর মেয়াদী নির্বাহী কমিটির নির্বাচনে স্বপন ব্যানার্জীকে সভাপতি ও সাধারণ সম্পাদক জালাল আহমেদ নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ২২ ডিসেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ১ টা পর্যন্ত নতুন বাজার প্রেসক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম নান্নু, অর্থ বিষয়ক সম্পাদক আবুল হোসেন তালুকদার, কার্যনির্বাহী কমিটির ৬টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন আতিকুল আলম সোহেল, মোখলেসুর রহমান, চিন্ময় কর্মকার, জাকারিয়া হৃদয়, বিলাস দাস ও মশিউর রহমান বাবলু।
প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচনে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার লতিফা জান্নাতী। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বদরুল আমিন, সহকারী প্রিজাইডিং হিসাবে ছিলেন সদর ইউএনও এর সিএ বাদল দেবনাথ। নির্বাচনে ৩৫ জন ভোটারের মধ্যে ৩৪ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply