‘শেখ হাসিনাকে আল্লায় একশো বছর বাচাইয়া রাহুক’ | আপন নিউজ

শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর আগামীতে বুক ফুলিয়ে চলতে চাই, কোন দু’র্নী’তি অ’নি’য়ম সহ্য করা হবে না-ডা: জহির উদ্দিন কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় মানসিক ভারসাম্যহীন নারী নি’হ’ত কলাপাড়ায় ভাড়া বাসায় দুর্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লু’ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় অভিভাবক সমাবেশ তালতলীতে গণভোটের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় নিলেন মহিপুরের মন্নান হাওলাদার পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন
‘শেখ হাসিনাকে আল্লায় একশো বছর বাচাইয়া রাহুক’

‘শেখ হাসিনাকে আল্লায় একশো বছর বাচাইয়া রাহুক’

মোঃ নাসির উদ্দিন প্যাদা, গলাচিপাঃ

‘আমি রিকশা চালাই। আমার প্রতিবন্ধী স্ত্রী ও মেয়ে নিয়ে ঘরের অভাবে দুর্বিসহ জীবনযাপন করছিলাম। আমি দুই হাত তুইল্লা দোয়া করি শেখ হাসিনাকে আল্লায় হ্যারে একশো বছর বাচাইয়া রাহুক।’ কথাগুলো বলছিলেন মুজি শতববর্ষ উপলক্ষে বরাদ্ধ পাওয়া ঘরের মালিক মুরাদনগর গ্রামের রাকিব দর্জি।
মুজিব শতবর্ষ উপলক্ষে ‘ভূমিহীন ও গৃহহীনদের’ মধ্যে বিনামূল্যে দুর্যোগসহনীয় গৃহ নির্মাণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। বুধবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের মুরাদনগর রাকিব দর্জির ঘর উদ্বোধনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাহিন, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব হাসান শিবলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি মো. মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার , গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উদ্বোধনকালে এসএম শাহজাদা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন দেশে কোন গৃহহীন মানুষ থাকবে না। মুজিববর্ষ উপলক্ষে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। গলাচিপা উপজেলায় প্রাথমিক পর্যায় ৩৯৩টি ঘর বরাদ্ধ দেওয়া হয়েছে। প্রতিটি ঘরের জন্য ১ লাখ ৭১ হাজার টাকা খরচ ধরা হয়েছে। এর আগে উপজেলা অডিটরিয়াম হল রুমে প্রধান অতিথি থেকে আইন শৃঙ্খলা মিটিং এ যোগদান করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!