শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:১৮ অপরাহ্ন
আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। মোঃ জসিম উদ্দিন সিকদার সভাপতি ও মোঃ জয়নুল আবেদীনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। সাগর সৈকত কুয়াকাটার কানসাই ইন হোটেলের হল রুমে শুক্রবার রাতে এ কমিটি গঠন করা হয়।
আমতলী সাংবাদিক ইউনিয়নের সাবেক আহবায়ক ও প্রধান নির্বাচন কমিশনার পরিতোষ কর্মকারের সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়। এতে একক প্রার্থী হিসেবে মোঃ জসিম উদ্দিন সিকদার (যুগান্তর) সভাপতি ও মোঃ জয়নুল আবেদীনকে (নয়াদিগন্ত) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন (তারা টিভি) ও মোঃ ফয়সাল বারী (জনতা), যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক উদ্দিন (প্রথম আলো) ও মোঃ আরিফ হোসেন ফসল (ইত্তেফাক), অর্থ সম্পাদক এইচ এম কাওসার মাদবর (ঢাকা প্রতিদিন), দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মোমেন নিজাম (খবরপত্র), তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান (বরিশাল বার্তা), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মাহবুব বিশ্বাস টিটু (হিরন্ময়), ক্রীড়া সম্পাদক মোঃ হাইরাজ মাঝি (অবজারভার)। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন মোঃ নাসির উদ্দিন ও মোঃ হোসাইন আলী কাজী (জনকন্ঠ)। এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply