আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে আক্কাস মৃধা (৩৮) কে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। সে উপজেলার ধানখালী পাঁচজুনিয়া গ্রামের আব্দুল খোরশেদর ছেলে।
স্থানীয়রা উদ্ধার করে আহত অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
সোমাবার (২৫ জানুায়ারী) সাড়ে ১১ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
হাসপাতলে আহত আব্বাস মৃধা আপন নিউজকে জানান, স্থানীয় জলিলুর মৃধা, আব্বাস মৃধা, কাদের মৃধা, জহিরুল মৃধা এদের সাথে জমিজমা বিরোধ রয়েছে। ঘটনা দিন তারা এক জোট হয়ে আমার উপর হামলা করে গাবগাছের লাঠি দিয়ে পিটিয়ে জখম করে।
এ ঘটনায় কলাপাড়া থানায় মামলার প্রস্ততি চলছে বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply