শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

মোঃ নাসির উদ্দিন, ক্রাইম রিপোর্টার, পটুয়াখালীঃ
পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলার গলাচিপা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মৃত: ইসমাইল ফকিরের ছেলে মোঃ শাহজাহান ফকির। দক্ষিন চর খালী গ্রামের স্থায়ী বাসিন্দা ও ৪নং ওয়ার্ডের সাবেক আওয়ামীলগের সভাপতি হিসাবে দায়িত্ব পালক করেছিলেন। বর্তমানে ৪নং ওয়ার্ড মৎস্য জীবি লীগের সভাপতি কর্মরত আছে। এ বিষয় শাহজাহান প্রতিবেদককে জানান যে, বিগত ৩০ বছার যাবৎ আওয়ামীলীগ রাজনীতি করে আসছি যত দিন বাঁচব ততদিন আওয়ামীলীগ করে যাব। শাহজাহান ফকির বলেন যে আমি আমার দক্ষিন চরখালী ৪নং ওয়ার্ডে ২বার মেম্বর পদে প্রার্থী হিসেবে নির্বাচন করে গরীব দুঃখি মেহনতী মানুষের পাশে থেকে কাজ করার লক্ষ্যে আমি জনগনের ভোটে নির্বাচিত হয়েছিলাম। আমাকে ভোট দিয়ে জনগণ জয়যুন্ত করেছিলো। কিছু সার্থ নিশী কু-চক্র মহল আমার ভোটের বাক্স ছিনিয়ে নিয়ে ও সেন্টারে গন্ডগল করে আমাকে ঘোষনা না দিয়ে অন্য প্রার্থীকে মেম্বর হিসাবে ঘোষনা দিয়েছে। দুই বার নির্বাচন করে আমি অনেক টাকা ঋণি ও ক্ষতিগ্রস্থ হয়ে আছি। এখন আমি বর্তমানে জনগনের মাছে চায়ের দোকানদার হিসেবে বেঁচে আছি। কিন্তু আমি আবারও দক্ষিণ চরখালী ৪নং ওয়ার্ডের মেম্বর পদ প্রার্থী হিসাবে থাকব। আমি গণপ্রজাতন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যাহাতে আমার গলাচিপা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রক্তেকবার বি¯্রংিখলা সৃষ্টি কারীরা অনুপ্রেরণা করতে না পারে তাহার প্রতি সংশ্লিষ্টদের নির্বাচনী কার্যক্রম অবাদ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন চাই। এবং আমিও গরীব গরীবের জন্য খেজমত করার লক্ষে জনগনের পাশে থাকতে পারি। শাহজাহান ফরিক আরও বলেন আমি বড়লোক হতে চাই না গরীব থেকে গরীবের গোলামী করতে চাই। আমার বাবা মা কে হারিয়ে আমার ৪নং ওয়ার্ডের জনগনের মাঝে থেকেই বাবা মায়ের ভালোবাসা পেয়েছি। তাই আমার বাকি জীবনটা জনগনের মাঝে কাটাতে চাই। যদি আমার ৪নং ওয়ার্ডের জনগন আমাকে চায় তাহলে আমিও সারজীবন তাদের ডাকে সারা দিবো। এ বিষয় গলাচিপা ইউনিয়নের দক্ষিন চরখালীর ৪নং ওয়ার্ডের জনগনের পক্ষে জসীম বলেন শাহজাহান ফকির আমাদের কর্মী বান্ধব নেতা তাকে দিয়ে আমরা আবারও নির্বাচন করাবো। আমাদের কাছে টাকা নাই তাই মানুষের কাছ থেকে সাহায্য উঠাইয়া শাহজাহান ফকিরকে আমরা মেম্বর বানাব এই আমাদের প্রত্যাশা। শাহজাহান ফকিরের পরিবারের জীবন জিবীকা নির্বাহের জন্যে গলাচিপা ইউনিয়নের শ্রীনাথ বাজারে একটি চায়ের দোকান করেন শাহজাহান ফকির। শাহজাহান ফকির বলেন যে, ৪নং ওয়ার্ডের জনগনের কাছে আমার শেষ মিনতি যেন আমি আপনাদের ভোটে বিজয় হয়ে মাদক, ঘুষ, দুর্নীতি, নেশা মুক্ত ৪নং ওয়ার্ড মডেল ওয়ার্ড হিসাবে আপনাদেরকে উপহার দিবে বলে তিনি বলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply