
আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকি মুজিববর্ষ উপলক্ষে উপজেলা প্রসাশনের উদ্দোগে দুই দিন ব্যাপি বাঙ্গালির ঐতিহ্য পিঠা উৎসবের শুক্রবার রাতে শেষ হয়। বৃহস্পতিবার সকালে পিঠা উৎসবে উদ্ধোধন করেন ইউএনও মনিরা পারভীন।
জানা গেছে মুজিববর্ষ পালন উপলক্ষে আমতলী উপজেলা প্রসাশন বিভিন্ন কর্মসূচি গ্রহন করেন। এ কর্মসূচির অংশ হিসেবে দুই দিন ব্যাপি পিঠা উৎসবের আয়োজন করা হয়। শুক্রবার রাতে উৎসবের শেষ দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি। শিক্ষক আনোয়ারুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট এমএ কাদের মিয়া, সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, এ্যাডভোকেট নুরুল ইসলাম মিয়া, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক প্রভাষক জয়নুল আবেদীন, প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম বাদল, সাধারণ সম্পাদক সৈয়দ নুহু উল আলম নবীন, সাংবাদিক জাকির হোসেন প্রমুখ।
Leave a Reply