শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩০ পূর্বাহ্ন
বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চলছে প্রার্থীদের প্রচারনা। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ছোঁয়া নীলগঞ্জের মানুষের দোড় গোড়ায় পৌছে দেবার মানসে ২৬ ডিসেম্বর রবিবার আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী কে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়ে রবিবার সন্ধার পর নীলগঞ্জের ২নং ওয়ার্ডের নিজকাটা গ্রামে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ বেল্লাল বেপারীর সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতা ফজলুর রহমান সানু শিকদার, সাবেক সফল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ নাসির মাহামুদ, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ফিরোজ শিকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মাহাবুবুর রহমান, নীলগঞ্জ আ’লীগ নেতা রহমান তালুকদার, ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মাসুদ নিজামী, সাবেক সাধারন সম্পাদক মজিদ মাস্টার, নীলগঞ্জ আ’লীগের ত্রান ও পরিবেশ সম্পাদক মোঃ তোফাজ্জেল হোসেন, নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ শামিম খলিফা, ইউপি সদস্য প্রফুল্ল কুমার হাওলাদার।
যুবলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন মিয়ার উপস্থাপনায় উঠান বৈঠকে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগের কর্মী সমর্থক ভোটারদের সরব উপস্থিত ছিলেন। শীতের কাঁপন উপেক্ষা করে উঠান বৈঠকে উপস্থিত থাকার জন্য সকলকে অভিনন্দন জানিয়ে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী বাবুল মিয়া ২৬ডিসেম্বর নৌকা মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply