শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদকঃ ’দক্ষিনা লের সমুদ্র উপকূলের মানুষ একসময় উন্নয়ন বঞ্চিত ছিল। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে জনগন বারবার ভোট দেয়ায় দেশে আজ গনতন্ত্র ও উন্নয়নের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় কলাপাড়ায় পায়রা সমুদ্র বন্দর, তাপ বিদ্যুৎ কেন্দ্র, সাবমেরিন ল্যান্ডিং ষ্টেশন, শের-ই-বাংলা নৌ-ঘাঁটি, কুয়াকাটা পর্যটনকেন্দ্র সহ সরকারের একাধিক মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। মানুষ এর সুফল পেতে শুরু করেছে। আপনারা গনমাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি দেশের উন্নয়নের সঠিক চিত্র তুলে ধরুন, যাতে আগামী নির্বাচনেও মানুষ বিপুল ভোটে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগকে বিজয়ী করে শেখ হাসিনার নেতৃত্বাধীন গনতন্ত্র ও উন্নয়নের সরকার প্রতিষ্ঠা করে।’ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান এমপি বৃহস্পতিবার রাতে কলাপাড়া প্রেসক্লাব’র ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সিআইপি মিলনায়তনের নির্মান কাজ পরিদর্শনে এসে স্থানীয় গনমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিঁনি আরও বলেন, ’কলাপাড়া-রাঙ্গাবালীকে আমি সন্ত্রাস, চাঁদাবাজ, শালিস বানিজ্য ও দালাল মুক্ত করেছি। এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, পৌরসভা, থানা, ভ‚মি অফিস, সাব-রেজিষ্ট্রী অফিস, হাসপাতাল এ সাধারন মানুষ এখন সঠিক সেবা পাচ্ছে। ব্যবসায়ীরা এখন শান্তিতে ব্যবসা বানিজ্য পরিচালনা করছে। কেননা আমি কোন সন্ত্রাসী, শালিশবাজ, দালাল, চাঁদাবাজকে প্রশ্রয় দেই না, আমার কোন ঠিকাদারী ফার্ম নেই। আমি আপনাদের বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে সাধারন মানুষের সেবা করে যাচ্ছি। ’
প্রেসক্লাব’র সাবেক সভাপতি মেজবাহ উদ্দীন মান্নু’র স ালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মো: হুমায়ুন কবির। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, নির্মল কুমার নন্দী, পৌরসভার প্যানেল মেয়র মো: হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি ইয়ামিন আহমেদ, ছাত্রলীগের সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার, এমপি’র ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম মৃধা প্রমূখ।
প্রসংগত, এমপি মহিব্বুর রহমান’র বড় ভাই দানবীর ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সিআইপি তাঁর নিজ এলাকায় আলহাজ্ব জালাল উদ্দীন ডিগ্রী কলেজ, টেকনিক্যাল কলেজ, ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠার পর এবার কলাপাড়া প্রেসক্লাবের তৃতীয় তলায় প্রায় ত্রিশ লাখ টাকা ব্যায়ে আধুনিক সুবিধা সম্বলিত হল রুম নির্মান সহ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দোগ গ্রহন করেছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply