শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন
আপন নিউজ অফিসঃ কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসো হে নবীন, এসো এসো বিষয়টি ধারণ করে বুধবার সকাল ১০টায় কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ মিলনায়তনে নবীন বরণ ও কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের কৃষি বিষয়ের প্রভাষক ইসরাত জাহান শাওন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অধ্যক্ষ সিএম সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ সভাপতি হাসিনা বেগম।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি অধ্যাপক আব্দুল মতিন, মো.জাহাঙ্গীর হোসেন, খান এ রাজ্জাক, মোঃ আবুল কালাম খান, মোঃ ফরিদ উদ্দিন খান, প্রভাষক, শিক্ষার্থীর অবিভাবক ও প্রায় ১ হাজার শিক্ষার্থী। নবীন বরণ অনুষ্ঠানে একাদশ শ্রেণীতে ৩৯২ জন ও স্নাতক প্রথম বর্ষে ৫২জন নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। সবশেষ প্রতিষ্ঠানের শিক্ষাথীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply