শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৭ পূর্বাহ্ন
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মকার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব। এরপর বিভিন্ন সরকারি- বেসরকারি সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।
পুস্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা, কেককাটা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মহিববুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, কলাপাড়া থানার ওমি মো. জসীম, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, শাহীনা পারভীন সীমা, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির প্রমুখ। সভাশেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মকার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাসার,স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মো. শাহআলম খান, সহকারি শিক্ষা কর্মকর্তা এস এম বজলুল রহমান, কলাপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু। প্রাধন শিক্ষক কনা খানসহ সহকারি শিক্ষক ও ছাত্র ছাত্ররা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মকার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাসার,স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মো. শাহআলম খান, সহকারি শিক্ষা কর্মকর্তা এস এম বজলুল রহমান, কলাপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু। প্রাধন শিক্ষক কনা খানসহ সহকারি শিক্ষক ও ছাত্র ছাত্ররা।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply