শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে মুনিয়া নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত মুনিয়া একই গ্রামের মনির খানের মেয়ে।
নিহত শিশুর মামা গ্রাম পুলিশ সদস্য আনসার চৌকিদার জানান, ঘটনার সময় বাড়ির উঠানে খেলা করতে ছিলো মুনিয়া। এ সময় সবার অলক্ষ্যে পুকুরে পড়ে যায় সে। তাকে উঠানে না দেদেখতে পপেয়ে অনেক স্থানে খোঁজাখুজির পর পুকুর পাড়ে গেলে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের স্বজনসহ স্থানীয়রা।
তাৎক্ষণিক তাকে পুকুর থেকে উদ্ধার করলে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা মুনিয়াকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাহানা পারভীর জুঁই।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply