বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন
চঞ্চল সাহাঃ কলাপাড়ায় গাছের চাপাঁয় মো.তাহমিদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মংগলবার সকাল ৮ টার দিকে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাহমিদ ওই গ্রামের মো.শাহজালাল ফকিরের ছেলে।
ডালবুগঞ্জ ইউ,পি সদস্য আবদুর রহমান জানান, তাহমিদের চাচা মো.জসিম ফকির নিজেদের বাড়ীর ঊঠোনে গাছ কাটার সময় রশি থেকে গাছ ছুটে যায়। এসময় গাছের নিচ থেকে দৌঁড়ে যাওয়ার সময় শিশুটি চাঁপা পড়ে। ঘটনার সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কলাপাড়া উপজেলার মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের জানান, গাছ চাঁপা পড়ে শিশু মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply