শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩২ পূর্বাহ্ন
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে থানার পুলিশ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাড়িপাড়া গ্রাম থেকে প্রতারক সুজন প্যাদা ও আরিফ খান’কে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় দুপুরে কলাপাড়া পল্লী বিদ্যুতের ডেপুটি জোনাল ম্যানেজার সজীব পাল বাদী হয়ে তিনজনের নামে কলাপাড়ায় থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে বিদুৎ সংযোগ স্থাপনের নাম করে বালিয়াতলী এলাকার গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা উত্তোলন করে আসছে। এছাড়া টাকা উত্তোলনের সময় প্রতারকরা পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে রশিদ দিয়ে আসছিলো। বিষয়টি পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের নজরে আসলে তারা থানায় মৌখিক অভিযোগ করেন। পরে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসীম জানান, তারা প্রতারক চক্র। বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply