বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় দরিদ্র, পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করছেন মেসার্স খান এন্টারপ্রাইজ’র ব্যবস্থাপনা পরিচালক আবু হানিফ খান।
প্রতিবছরের মত এ বছরের প্রথম রমজান থেকে কলাপাড়া, মহিপুর, আলীপুর ও কুয়াকাটার বিভিন্ন এলাকায় দরিদ্র পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করে আসছেন মেসার্স খান এন্টারপ্রাইজ’র ব্যবস্থাপনা পরিচালক আবু হানিফ খান।
রোববার (১৭ এপ্রিল) বিকালে উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া আবাসন প্রকল্পের ১৬০টি ফ্যামিলি সহ বিভিন্ন স্থানে পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।
নিশানবাড়িয়া আবাসন প্রকল্পে ইফতার বিতরণকালে কথা হয় মেসার্স খান এন্টারপ্রাইজ’র ব্যবস্থাপনা পরিচালক আবু হানিফ খান’র সাথে। তিনি বলেন, মেসার্স খান এন্টারপ্রাইজ এর সৌজন্যে প্রতিবছরই পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করছি। ওইসকল পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করতে পেয়ে নিজেকে ধন্য মনে করছি, এবং ভবিষ্যতেও এর কার্যক্রম অব্যাহত থাকবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply