বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

চঞ্চল সাহাঃ কুয়াকাটায় রবিবার সকালে ভেসে এসেছে মৃত একটি কচ্ছপ। এটি জোয়ারের পানিতে ভেসে এসে ঝাউবাগান পয়েন্টে বালুতে আটকে পড়ে। জলপাই রাংগা প্রজাতির এ কচ্ছপটি দেখতে শতশত মানুষ ভীড় করে ঝাউ বাগান এলাকায় । এটির ওজন অন্ততঃ ৩০/৩৫ কেজি । কচ্ছপটির মুখ এবং একটি পায়ের কিছু অংশে পচঁন ধরেছে । স্থানীয়দের ধারনা ,২/৩ দিন আগে একটি জেলেদের জালে আটকা পড়ে মারা গেছে।
এ নিয়ে কুয়াকাটায় এ যাবৎ ৭টি মৃত কচ্ছপ ভেসে উঠেছে। কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা এটিকে মাটি চাঁপা দিয়েছে ।
পটুয়াখালী জেলা সহকারী বন সংরক্ষন কর্মকর্তা মো.তারিকুল ইসলাম জানান, একের পর এক কচ্ছপ মৃত্যুর কারন উদঘ্টান করতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply