বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় দিনটিকে স্মরণে কলাপাড়ায় শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শ্রমিকদের ন্যায্য অধিকারসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
রোববার সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা শ্রমিকলীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম,।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আবুল কালাম সরদার।
এছড়াও বক্তব্য রাখেন, পৌর শ্রমিকলীগের সভাপতি তানজিল আহমেদ।
এ সময়, জেলা কৃষক লীগের সদস্য, দিদারুল ইসলাম দোলন ঢালী, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কমল দাস, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক, নুরজামাল খালাসি, এমএস খোকান, মোঃ সোহেল, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম সহ উপজেলা ও পৌর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply