রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৫:১৩ পূর্বাহ্ন
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ তালুকদারের বিরুদ্ধে জামাল তালুকদার (৪৫) নামের এক জেলেকে মারধর করার থানায় অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) উপজেলার ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের জেলে জামাল তালুকদার কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগে জেলে জামাল তালুকদার বলেন, আমি পেশায় একজন জেলে। বাংলাদেশ সরকার বর্তমানে জেলেদের জন্য রেশনের চালের কার্ডের ব্যবস্থা করলেও আমি কোন কার্ড পাই নাই, আমার স্থানীয় চেয়ারম্যান মো. রিয়াজ তালুকদারের কাছে একাধিকবার বলার পরও তিনি আমাকে ব্যবস্থা করে দেয়নি, পরবর্তীতে গত দুই মাস পূর্বে চেয়ারম্যান আমাকে কার্ডের ব্যবস্থা করে দেবে বলে আশ্বাস দেন, চেয়ারম্যান খবর পাঠায় চাল দেওয়া হবে আমি পরিষদে গেলে ৫০ কেজি একটি বস্তা চাল দেয়, আমি বাড়িতে নিয়ে আসলে মাপ দিয়ে দেখি ৪৫ কেজি চাল রয়েছে, মোবাইল মাধ্যমে চেয়ারম্যান কে বিষয়টি জানালে তিনি পড়ে পুষিয়ে দেবে বলে জানান।
তিনি আরও বলেন, সোমবার (৩০ মে) দুপুরে চাল দেওয়া হবে আমাকে খবর দিলে চাল আনতে যাই, ৫০ কেজি একটি বস্তা চাল দেয়, সেখানে ৫০ কেজি চাল বস্তায় ৩০ কেজি চাল পাওয়া যায়, বিষয়টি ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদারকে জানালে তিনি বলেন যা পেয়েছ তা নিয়ে বাড়ি যাও, পরে আমি ওই ৩০ কেজি চাল না নিতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে টানাহেঁচড়া করে চড়থাপ্পড়, ঘুষি মারে, এতে আমি অজ্ঞান হয়ে যায়, পরে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে, আমি এর সুষ্ঠ বিচার চাই। বর্তমানে তিনি কলাপাড়া হাসপাতালে দুই নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে ধানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজ তালুকদার জানান, তার কোন জেলে’র তালিকায় নাম নেই এবং এ ধরনের কোন ঘটনা ঘটেনি বলে তিনি জানিয়েছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply