বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

আপন নিউজ অফিস: রাতে নির্বাচনী প্রচারাভিযান ও শোডাউন করায় কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের নৌকা প্রতিকের কর্মী ধুলাসার ইউনিয়ন যুবলীগ সভাপতি জিল্লুর রহমান কিশোরকে ১০ হাজার টাকা এবং ১৩ মোটরসাইকেল চালককে ৩৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার রাতে চাপলীবাজারে নির্বাচনী ক্যাম্পের সামনে থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু বক্কর সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী জানান, রাতে নির্বাচনী ক্যাম্পের সামনে নৌকার ক্যাম্পিং করছিলো এ অভিযোগে জিল্লুর রহমানকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া মোটরসাইকেলে শোডাউন করায় সড়ক পরিবহন আইনে ১৩ চালককে ৩৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
আগামী ১৫ জুন কলাপাড়ার ধুলাসার ও লতাচাপলী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনকে ঘিরে ধুলাসারে একাদিক চেয়ারম্যান প্রার্থীকে হুমকি ও হামলার ঘটনা ঘটেছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply