রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন
আপন নিউজ অফিস।। কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামে দৃই সন্তানের জননীকে(২৪) ধর্ষণের অভিযোগে অভিযুক্ত চাচাতো ভগ্নিপতি ইয়াকুব আলীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার মধুখালী গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। ওইদিনই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার বরাত দিয়ে কলাপাড়া থানার এস আই ও মামলার তদন্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান, রোববার(১২ জুন) ওই নারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করেন, এক বছর আগে তালাকপ্রাপ্ত ওই নারী দুই সন্তান নিয়ে পশ্চিম মধুখালী গ্রামে বাবা-মায়ের কাছেই থাকতো।
গত ১৫ এপ্রিল রাতে মাছ ধরার জন্য তার বাবা-মা বাসা থেকে বের হয়ে বাড়ির পাশে বিলে গেলে ইয়াকুব আলী ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসময় ওই নারী ডাকচিৎকার দিলে প্রতিবেশী ও স্বজনরা এগিয়ে এলে ইয়াকুব পালিয়ে যায়।
এ ঘটনার পর থেকে ইয়াকুবের অব্যাহত হুমকিতে বিষয়টি প্রশাসনকে জানাতে সাহস পায়নি ওই নারীর পরিবার।
ধর্ষণের ফলে ওই নারী অন্তঃসত্বা হয়ে পড়লে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। এ কারণে কৌশলে ইয়াকুব ও তার স্ত্রী কৌশলে ঔষধ খাইয়ে তার গর্ভের ভ্রুণ নষ্ট করে দেয়। এতে সে অসুস্থ্য হয়ে পড়ে। এরপর চিকিৎসা শেষে গত রোববার এ মামলা দায়ের করেন।
পুলিশ কর্মকর্তা জানান, মামলার পরই আসামী ইয়াকুবকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply