শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৭ পূর্বাহ্ন
আপন নিউজ অফিস।। কলাপাড়ায় ৫ লক্ষ টাকার চাঁদার দাবিতে দিনমজুরি মোঃ ফারুক মৃধা কে মৎস্য ঘেরে আটকে নির্যাতন অভিযোগ পাওয়া গেছে। জরুরী সেবা “৯৯৯” এ ফোনে রক্ষা পেয়েছেন তিনি।
শনিবার বেলা ১২ টায় উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
এমন অভিযোগ করে রবিবার বিকেলে কলাপাড়া সাংবাদিক ফোরামে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগকারী মো: ফারুক মৃধা উল্লেখ করেন, আমি শনিবার ১৮ জুন ধানখালী কলেজ বাজার থেকে মোটরসাইকেল যোগে বাবু মৃধার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, এমন সময় বাবু মৃধা ও আমির হোসেন সহ ৩/৪ জন মোটরসাইকেল থামিয়ে এলোপাথালী ভাবে চড় থাপ্পড় মেরে ধানখালী গ্রামের মৎস্য ঘেরের বাসায় নিয়ে রুমের ভিতরে আটকে মারধর করে ৫ লাখ টাকা দাবি করে। লাঠি দিয়ে পিঠে লাঠি দিয়ে পেটাতে থাকে, আমি কোন উপায় না পেয়ে ওই টাকার জন্য আমার স্ত্রীর মোবাইল ফোন দিয়ে টাকা নিয়ে আসতে বললে তিনি জরুরী সেবা “৯৯৯” ফোন করে, ওই দিন বিকেলে কলাপাড়া থানা থেকে পুলিশ আসলে তারা টের পেয়ে তারা ছিটকে পড়ে, পর পুলিশের সহযোগিতায় ওই মৎস্য ঘেরের বাসা থেকে উদ্ধার করে বাসায় পৌঁছিয়ে দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্ত মোঃ বাবু মৃধার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত (ওসি) মো: জসীম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ আসেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply