বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১১ পূর্বাহ্ন
আপন নিউজ অফিস।। দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের স্থানন্তরিত কলাপাড়া শাখার উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় কলাপাড়া প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তালায় এ উদ্বোধনী করা হয়।
উদ্বোধনী সভায় প্রিমিয়াম ব্যাংক লি: এর কলাপাড়া শাখার ম্যানেজার মাহবুবুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রিমিয়ার ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান মামুন মাহ্মুদ। কলাপাড়া শাখার সহকারি ব্যবস্থাপক মোসা. রূখসান আরা ইসলামের সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো.হুমায়ুন কবির, পৌর ব্যবসায়ী সমবায় সমিতি সাধারণ সম্পাদক মো. ফিরোজ শিকদার, কলাপাড়া পল্লি বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার সজিব পাল প্রমুখ। অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের চেলারম্যান ড. এইচ বি এম ইকবালের স্ত্রী মোসা. মমতাজ বেগমের সুস্থ্যতা কামনা করা হয়।এ দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. খোবায়েব। সভা শেষে ফিতা কেটে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর স্থানন্তরিত কলাপাড়া শাখার উদ্বোধন করা হয়।
এসময় ব্যাংকের গ্রাহক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply