বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৬ পূর্বাহ্ন
আপন নিউজ অফিস।। কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র কমিটি গঠন করা হয়েছে। এইচ,আর মুক্তা কে সভাপতি ও রাসেল মোল্লা কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সোমবার সন্ধ্যায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র কার্যালয়ে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন, সভাপতি এইচ,আর মুক্তা (আমার বার্তা ) সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ (সত্য সংবাদ) সাধারণ সম্পাদক রাসেল মোল্লা (দৈনিক বরিশালের আজকাল ), সহ-সাধারণ সম্পাদক আহম্মেদ পাশা তানভীর ( দৈনিক দিন প্রতিদিন ), অর্থ সম্পাদক মো.আরিফ সিকদার (দৈনিক দেশের কন্ঠ), দপ্তর ও প্রচার সম্পাদক ইমন আল আহসান ( দৈনিক সুন্দরবন), সদস্য প্রনাব নারায়ণ বিশ্বাস (দৈনিক রুপালী দেশ )।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply