সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন
আপন নিউজ অফিস।। কলাপাড়ায় প্রথম স্ত্রীর দায়ে করা মামলায় স্বামী মামুন হাওলাদার (৪০) কারাগারে।
বুধবার জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
এরপর মঙ্গলবার রাতে মোসাঃ মাছুমা আক্তার কলি (৩২) বাদী হয়ে কলাপাড়া থানায় স্বামী মামুন হাওলাদার ও তার দ্বিতীয় স্ত্রী মোসাঃ আরিফা সুলতানা সহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছে। এ মামলা রাতেই তাকে আটক করে বুধবার আদালতে পাঠালে আদালত তাকে জেলে হাজতে প্রেরণ করেন।
মোসাঃ মাছুমা আক্তার কলি মামলায় উল্লেখ করেন, প্রায় ১৩ বছর পূর্বে ইসলামী শরীয়াত মোতাবেক পৌর শহরের ইসলামপুর এলাকার মামুনের সাথে আমার বিয়ে হয়। দাম্পত্য জীবনে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
আমার স্বামী আমার অনুমতি না নিয়ে মোসাঃ আরিফা সুলতানা কে বিয়ে করে, ওই থেকেই কারণে-অকারণে আমার উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। এবং ঠিকমত আমার ও আমার ছেলে-মেয়েদের ভরন পোষণ দেয় না, এমনকি খোঁজখবর রাখে না। এ নিয়ে একাধিকবার শালিশি ব্যবস্থা হলেও কোন সমাধান হয়নি।
তিনি আরো মামলায় উল্লেখ করেন, সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় আমার স্বামী মামুন বাসায় এসে যৌতুকের জন্য তিন লাখ টাকা বাড়ি থেকে আনতে বলে, আমি ওই টাকা আনতে অস্বীকার করলে মামুন ও তার দ্বিতীয় স্ত্রী আরিফা সুলতানা আমার চুলের মুঠি ধরে টানা হেচরা করে ঘরের মেঝেতে ফেলে এলোপাতাড়ি মারধর করে।
পরে তার বড় বোন মোসাঃ এলিজা আক্তার খবর পেয়ে তাকে তার স্বামী বাড়ি থেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
রাতে প্রথম মোসাঃ মাছুমা আক্তার কলি বাদী হয়ে মামুন ও তার দ্বিতীয় স্ত্রী সহ তিনজনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে, এবং প্রধান আসামি মামুনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply