শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন
চঞ্চল সাহা।। কলাপাড়ায় লঘুচাপের প্রভাবে রবিবার সকাল থেকে দিনভর বৃষ্টিপাত এবং নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার শতাধিক মাছের ঘের তলিয়ে যাওয়ায় ভেসে গেছে কোটি টাকার মাছ। এতে অনেক মাছ চাষীদের পথে বসার উপক্রম হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে নদীতে পানির চাপ বৃদ্ধি পেয়েছে। এসময় স্বাভাবিকের চেয়ে অন্ততঃ ৬/৭ ফুট বৃদ্ধি পাওয়ায় উপজেলার ভাঙ্গন কবলিত এলাকায় পানি ঢুকে অন্ততঃ ২২ টি গ্রামের মানুষ পানি বন্ধী হয়ে পড়েছে। এসব এলাকায় প্রয়োজনের তুলনায় সামান্য সহযোগীতা মিললেও গভীর নলকুপ ডুবে থাকায় বিশুদ্ধ পানি সংকট দেখা দিয়েছে । পানিবন্ধী মানুষের মধ্যে লালুয়া, চম্পাপুর এবং মহিপুর ইউনিয়নের মানুষ অপেক্ষাকৃত বেশী ক্ষতির শিকার হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়াপদা বেড়িবাঁধের বাইরে বসবাসকারী শতশত মানুষের ঘর-বাড়ীতে পানি ঢুকে পড়ায় অনেক মানুষ জোয়ারের সময় কাছাকাছি শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সাইক্লোন সেল্টার গুলোতে নিরাপদ আশ্রয় নিয়েছে। কেউ কেউ সড়কের কাছাকাছি ঝুপড়ি ঘর তৈরী করে আশ্রয় নিতে দেখা গেছে। এদিকে,দিনভর বৃষ্টির কারনে পৌরশহর সহ উপজেলার সর্বত্র লোক চলাচল কম ছিল। বেশীর ভাগ দোকান পাট ছিল বন্ধ অবস্থায়। কতিপয় ব্যবসা প্রতিষ্ঠান খুললেও তাদের অনেকের বনি পর্যন্ত হয়নি। এছাড়া পৌরশহরের মাছ বাজার ,মদন মোহন সেবাশ্রম, বড় মসজিদ ক্যাম্পাস এবং হেলিপ্যাড এলাকা পানিতে প্লাবিত হয়েছে।
এদিকে, বৃষ্টিপাতের পাশাপাশি বাতাস প্রবাহিত হওয়ায় সাগর অনেকটা রুদ্রমূর্তি ধারন করেছে। এতে গত কয়েকদিন ধরে শতশত জেলেরা সমুদ্রে মাছ শিকার বন্ধ করে আলীপুর –মহিপুরের আড়ৎঘাটে নিরাপদ আশ্রয় নিয়েছে।
এ ব্যাপারে মহিপুর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সভাপতি দিদারউদ্দিন আহমেদ মাসুম জানান, সাগরে লঘু চাপের প্রভাবে গত তিনদিন ধরে সাগর উত্তাল থাকায় জেলেরা মাছ শিকারে যেতে পারছে না। শতশত জেলেরা উপকুলের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ঘের মালিক জুয়েল সিকদার জানান, তার ঘের সহ অন্ততঃ শতাধিক মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। এতে শতাধিক মাছ চাষী মোটা অংকের লোকসানে পড়বে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, দিনভর বৃষ্টিপাতের রেকর্ড জানতে স্থানীয় রাডার ষ্টেশনে বার বার মোবাইল করলেও কোন কর্মকর্তা রিসিভ করেননি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply