রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৪:০২ পূর্বাহ্ন
আপন নিউজ অফিস।। কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো: তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনের উদ্বোধন করা হয়েছে। দেশ বরেণ্য শিল্পপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, দানবীর ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান (সিআইপি) বৃহস্পতিবার (১৮ আগস্ট) অপরাহ্নে প্রধান অতিথি হিসেবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে আধুনিক ডিজিটাল সুবিধা সম্পন্ন নান্দনিক এ হলরুমের শুভ উদ্বোধন করেন।
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিব।
অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্রেশ গ্রুপ অফ কোম্পানিজ’র পরিচালক মোঃ মশিউর রহমান চমক (সিআইপি), ইকোনোমিক্স রিপোর্টার্স ফোরামের সভাপতি সুলতান মাহমুদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র মোঃ আনোয়ার হোসেন হাওলাদার, কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ, কলাপাড়া থানার ওসি মোঃ জসীম প্রমূখ।
প্রেসক্লাবের সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডা. চিন্ময় হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী হুমায়ূন শিকদার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কলাপাড়া শাখার সম্পাদক কমরেড নাসির তালুকদার, কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম আল সাইফুল সোহাগ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. সাইদুর রহমান সাইদ, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সম্পাদক মো. ফিরোজ শিকদার প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের প্রেসক্লাবের পক্ষ থেকে উত্তরীয় ও বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এবং ক্লাবের সদস্যদের সাথে নৈশভোজে অংশগ্রহণ করেন অতিথিবৃন্দ। এরপর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply