বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

আপন নিউজ অফিস।। সরকারি নিয়মে জন্মের ৪৫ দিনের মধ্যে নবজাতকের নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়। জন্ম নিবন্ধন সেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। তবে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদে নবজাতক থেকে এক বছর পর্যন্ত শিশুদের নিবন্ধন করার ঘোষণা দিয়েছে। তার জন্য টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সচিব, ইউপি সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছে, এছাড়াও এনজিও কর্মী, স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন ব্যক্তিবর্গদের সাথে প্রতিনিয়ত আলোচনা চালিয়ে যাচ্ছে ইউনিয়ন পরিষদ। যাতে এক বছরের মধ্যে শিশুদের শতভাগ জন্ম নিবন্ধন করতে পারে। তার জন্য কাজ করছে।
টিয়াখালী ইউনিয়ন পরিষদ সচিব এম এ জলিল তালুকদার বলেন, শিশু ভূমিষ্ঠ হওয়ার পর অনেক বাবা-মা তাদের সন্তানের জন্ম নিবন্ধনে আগ্রহী হন না। অনেকেই বিষয়টি নিয়ে গাফিলতি করেন। অথচ জন্ম নিবন্ধন একটি শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। জন্ম নিবন্ধনের মধ্য দিয়েই একটি শিশুর ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করে। তাই বিষয়টি মাথায় রেখে সরকারি নিয়মে জন্মের ৪৫ দিনের মধ্যে নবজাতকের নিবন্ধন বিনামূল্যে করা যাবে। তবে টিয়াখালী ইউনিয়ন পরিষদে নবজাতক থেকে এক বছর পর্যন্ত শিশুদের নিবন্ধন বিনামূল্যে করতে পারবে তার জন্য প্রতিনিয়ত ইউনিয়ন পরিষদের দফাদার, চৌকিদার ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে নবজাতকের নিবন্ধন করার জন্য উৎসাহে করছে।
তিনি আরো বলেন, জেলা প্রশাসক মহোদয় ও ডিডি এলজি মহোদয়ের নির্দেশনা মোতাবেক অতি দ্রুত শতভাগ জন্ম নিবন্ধনের কাজ সম্পন্ন করার চেস্টা করছি। তার জন্য স্বাস্থ্যকর্মী, এনজিও কর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে পরিষদে মিটিং করছি।
টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হাসান সুজন মোল্লা বলেন, শুধু জন্ম নিবন্ধনই নয়। স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে ও সরকারের নানামুখী কর্ম পরিকল্পনা বাস্তবায়নে শতভাগ কাজ করছি। শতভাগ হোল্ডিং ট্যাক্স ও ভূমি উন্নয়ন কর আদায়, স্ট্যান্ডিং কমিটির মিটিং, গ্রাম আদালতকে কার্যকর করা, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড সভা করা, উন্মুক্ত বাজেট ঘোষণাসহ নাগরিকত্ব সনদপত্র দিতে সরকারি নির্দেশনাকে অনুসরণ করছি। ইউনিয়ন পরিষদকে কার্যকর ও শক্তিশালী করতেই স্থানীয় সরকারের নির্দেশনা মোতাবেক এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply