বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

চঞ্চল সাহা।। কলাপাড়ায় অর্ধশত পরিবারকে লোনের টাকা পরিশোধে সোনালী ব্যাংকের নোটিশ দেয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছে পরিবারগুলো । আগামী ১৫ দিনের মধ্যে টাকা পরিশোধের সময় দিয়ে ওই নোটিশ প্রদান করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে স্থাণীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন করে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগীরা।
মানববন্ধনকারীরা জানান, ২০১৫-১৬ অর্থ বছরে স্বনির্ভর প্রকল্পের অধিনে কলাপাড়ায় কাঁচা রাস্তা তৈরীতে শ্রমিকের কাজ করেন তারা।
এ সময় ওই প্রকল্পের অধিনে মো.মনির, মাকসুদা, জাহানারা বেগম তত্বাবধায়ক হিসেবে কাজ করতেন।
এসময় তারা শ্রমিকদের অনেকের বীমা করে দেবেন বলে এক হাজার করে টাকা, ছবি এবং আইডি কার্ড’র ফটোকপি নেন। তবে তারা কখনো সোনালী ব্যাংকে গিয়ে কোন স্বাক্ষর করেননি, কিংবা তাদের কেউ কেউ স্বাক্ষর করতেও জানেন না। অথচ তাদের নামে ৬৫ ,৭০ হাজার টাকা করে লোন পরিশোধের নোটিশ দেয়া হয় সোনালী ব্যাংক স্থানীয় শাখা থেকে। গত দু’দিন আগে তাদের নামে এ নোটিশ প্রদান করা হয়।
এ ব্যাপারে ভুক্তভোগী জুলেখা বেগম জানান, তার নামেও ৬৫ হাজার ৭৮১ টাকা পরিশোধের নোটিশ দেয়া হয়।
এতে তিনি হতাশাগ্রস্থ হয়ে পড়েছে।
অনুরূপ বজলুর রহমান বলেন, তার নামে ৭৬ হাজার ৫৬ টাকা পরিশোধের নোটিশ দেয়া হয়। তিনি এ প্রতাচক্রকে সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানান।
এ ব্যাপারে সোনালী ব্যাংক খেপুপাড়া বন্দর শাখার ব্যবস্থাপক মো.নাজমুল হাসান জানান, ঠিক কত জনের নামে নোটিশ প্রদান করা হয়েছে নথি দেখা ছাড়া বলা যাচ্ছে না। তবে লোন গ্রহিতাদের সকল তথ্য ব্যাংকে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply