বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

আপন নিউজ অফিস।। সাংবাদিক কে এম মনিরুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। KM Monir নামের ওই আইডি হ্যাক হওয়ায় কলাপাড়া থানায় জিডি দেয়া হয়েছে। সোমবার ১২ সেপ্টেম্বর কলাপাড়া থানায় ওই সাধারণ ডায়েরী (জিডি) করা হয়।
জিডিতে সাংবাদিক কে এম মনিরুজ্জামান জানিয়েছেন, তার ফেসবুক আইডি বেশকিছু দিন পূর্বে হ্যাকড হয়ে যায়। অনলাইনে অভিজ্ঞ না হওয়ার কারণে তাঁর ফেইসবুক আইডি ফিরিয়ে আনা সম্ভব হয় নি। তাঁর হ্যাক হওয়া আইডি থেকে বিভিন্ন মানুষ কে ম্যাসেজ দেয়া হচ্ছে ।
তাই আশংকা করছেন, সাইবার অপরাধীরা হ্যাক করা আইডি দিয়ে সাম্প্রদায়িকতা, দেশবিরোধী কিংবা ক্ষতিকর কোন মন্তব্য প্রকাশ করতে পারেন। কাজে হীন কার্যক্রম প্রতিরোধে ও মান মর্যাদা ক্ষুন্ন না করতে পারে, তাই বিষয়টিতে পুলিশ সহ প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষন করেছেন। পাশাপাশি তার সাথে সম্পৃক্ত সকলকে এ বিষয়ে সতর্ক থাকারও অনুরোধ করেছেন। ভবিষ্যতে কোন অপরাধ সংগঠিত হলে তিনি দায় নেবেন না বলে জানান তিনি।
এ বিষয় কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply