শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪২ পূর্বাহ্ন
আপন নিউজ অফিস: ‘নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ’ প্রতিবাদ্য নিয়ে কলাপাড়ায় মৎস্য অধিদপ্তরের পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের পুকুরে রুই প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, ইউএনও শংকর চন্দ্র বৈদ্য এ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো: আজহারুল ইসলাম, কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ, কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু বক্কর সিদ্দিকী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, কলাপাড়া থানার ওসি মো: জসীম প্রমূখ।
স্থানীয় মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় এ বছর কলাপাড়া উপজেলায় ২৫ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply