বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

আপন নিউজ অফিস: চোখে ক্যান্সার আক্রান্ত কলাপাড়া উপজেলার লালুয়া শিশু সামিউলের পাশে দাঁড়িয়েছেন “লালুয়া ইউনিয়ন গ্রাজুয়েট সোসাইটি”।
সামিউল নামের ৩ বছর বছরের ছোট্ট নিস্পাপ শিশুর জন্য সোসাইটির কাছে চিকিৎসা সহায়তা চাওয়া হয়। ছেলেটির বাড়ি উপজেলার লালুয়ার চিংগুড়িয়া গ্রামে।
চিকিৎসকের বক্তব্য মতে, ছেলেটির চোখে ক্যান্সার হয়েছে এবং অতিদ্রুত যদি চিকিৎসা করা যায় তবে সে সুস্থ হয়ে উঠবে।
গ্রাজুয়েট সোসাইটি সদস্যদের সহযোগিতায় শুক্রবার ৩০ সেপ্টেম্বর তাকে নগদ ১০ হাজার টাকা চিকিৎসা সহায়তা বাবদ দিয়েছেন।
সোসাইটি প্রতিষ্ঠার পর থেকে নানামুখী জনকল্যাণমূলক কাজ করে আসছে। এ জনকল্যাণমূলক অব্যাহত রাখবে বলে জানান “লালুয়া ইউনিয়ন গ্রাজুয়েট সোসাইটি”।
সামিউলকে কেউ সহযোগিতা করতে চাইলে 01701931244 (বিকাশ পার্সোনাল)ওর মায়ের নাম্বারে যোগাযোগ করুন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply