শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:০৮ পূর্বাহ্ন
আপন নিউজ অফিস: কলাপাড়া পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে পটুয়াখালী জেলা কমিটি। ২অক্টোবর রবিবার জেলা কমিটির আহবায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া এবং সদস্য সচিব শ্নেহাংশু সরকার কুট্টি স্বাক্ষরিত এ কমিটির তথ্য নিশ্চিত করেছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি। এর আগে গাজী মো.ফারুক সভাপতি এবং মুসা তাওহীদ নান্নু মুন্সিকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়। তারই ধারাবাহিকতায় রবিবার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন জেলা কমিটি।এতে সাংগঠনিক সম্পাদক হিসেবে কামরুজ্জামান কাজল তালুকদার সিনিয়র সহ-সভাপতি মো.ইমরান বিশ্বাস সহ ৮জন সহ-সভাপতি ৪জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১ জন সহ-সাংগঠনিক সম্পাদক, সম্পাদকীয় পদসহ মোট ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। এদিকে পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন কলাপাড়া উপজেলা এবং পৌর বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কমিটির খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন বার্তা শেয়ার করেন কলাপাড়া বিএনপির নেতা কর্মী এবং সমর্থকরা।
নবনির্বাচিত কমিটির সভাপতি গাজী মো.ফারুক জানান, কলাপাড়া পৌর শহরের ত্যাগী এবং স্বচ্ছ নেতৃবৃন্দের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে। আশা করছি নুতন কমিটির সদস্যদের সাথে নিয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিজয় অর্জন করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply