শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

সঞ্জিব দাস, গলাচিপা: ঢাকা থেকে রাঙ্গাবালীর উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ পূবালী-৫ থেকে নদীতে পড়ে গিয়ে সাইফুল বিশ্বাস (২৬) নামের এক যাত্রী নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (১০ মার্চ) সকাল ৫টার দিকে দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের বীজ ভাণ্ডার সংলগ্ন তেঁতুলিয়া নদী অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ সাইফুল রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের হানিফ বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
জানা যায়, ঢাকায় তরমুজ বিক্রি করে সাইফুল তার বাবা ও ভাইয়ের সঙ্গে ঢাকা-রাঙ্গাবালী নৌ-রুটের লঞ্চযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ভোর ৫টার দিকে দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নে বীজ ভাণ্ডার সংলগ্ন তেঁতুলিয়া নদী অতিক্রমকালে ফজরের নামাজের জন্য লঞ্চের পেছনের দিকে ওজু করতে গিয়ে নদীতে পড়ে যান সাইফুল। পরে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।
নিখোঁজ সাইফুলকে উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।
পাশাপাশি ট্রলার নিয়ে নিখোঁজের পরিবারের লোকজনও খোঁজাখুজি করছেন। তবে দুপুর ১২টা পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, রাঙ্গাবালীর নিখোঁজ যাত্রীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল কাজ করছে। এবিষয়ে দশমিনা থানা পুলিশের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply