শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সঞ্জিব দাস, গলাচিপাঃ ব্যবসায়ী শিবু অপহরণে জড়িত আরও একজন গ্রেফতার পটুয়াখালীতে ব্যবসায়ী শিবু লাল দাস অপহরণের ঘটনায় জড়িত আরও এক যুবককে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ৪ এপ্রিল সন্ধ্যায় পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের পাটুখালী এলাকা থেকে হিরন মোল্লাকে (৪৪) গ্রেফতার করা হয়।
এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জন। যদিও পূর্বের গ্রেফতারকৃতরা জামিনে রয়েছেন বলে জানা গেছে।
গ্রেফতারকৃত হিরন মোল্লা শিবু লাল দাস অপহরণের মাস্টারমাইন্ড মামুন মাতব্বরের ফুফাতো ভাই বলে জানায় পুলিশ। হিরন আমতলীর উপজেলার হলুদিয়া গ্রামের মোসলেম মোল্লার ছেলে।
পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বলেন, ইতোপূর্বে শিবু লাল দাস অপহরণের ঘটনায় ১৪ আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। এজাহারভুক্ত আসামি হিরন মোল্লা পলাতক ছিল। এ মামলার পূর্বের তদন্ত অফিসার অন্যত্র বদলি হলে এলাকায় ফিরে নিরাপদে বসবাস শুরু করে হিরন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে সদর থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। বাকি দুই আসামিকে ধরতে আমরা তৎপর রয়েছি।
এসপি আরও বলেন, ২০২২ সালের ১১ এপ্রিল গলাচিপা থেকে নিজ বাড়িতে ফেরার পথে অপহরণ হন পটুয়াখালীর বিশিষ্ট ব্যবসায়ী শিবু লাল দাস। অপহরণের পর তার স্ত্রী কাছে ফোন করে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করেন চক্রটি। পরে শিবু লাল দাস ও তার গাড়িচালককে পৌর এলাকার এসপি কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে পুলিশ; যা নিয়ে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়। পরে পর্যায়ক্রমে অপহরণের মূল নায়ক মামুন মাতব্বর, স্বেচ্ছাসেবক লীগ নেতা আতিকুর রহমান পারভেজসহ ১৪ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply