বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০১:৪৭ অপরাহ্ন
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিশ্বের প্রায় চার হাজার মানুষের প্রাণ কেড়েছে নভেল করোনাভাইরাস, আক্রান্ত হয়েছে এক লাখেরও বেশি। সারা বিশ্বেই আতঙ্ক সৃষ্টি করেছে প্রাণঘাতী এই ভাইরাস। তবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর চেয়েও ভয়ংকর! সম্প্রতি এমন মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।
রোববার সিউড়িতে এনআরসি-সিএএ’র প্রতিবাদে আয়োজিত জনসভায় অনুব্রত বলেন, ‘করোনার চেয়েও ভয়ানক ভাইরাস ভারতে রয়েছে। ইয়েস ব্যাংক শেষ হয়ে গেল, অর্থনীতি শেষ হয়ে গেল। আট লাখ হাজার কোটি টাকা দেউলিয়া করে গেল। এর চেয়ে বড় ভাইরাস আর কী আছে? সেটা হলো মোদি ভাইরাস।’
এদিন বক্তব্যে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) তীব্র সমালোচনা করেন তৃণমূলের জেলা সভাপতি। জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দলিল দেখাবেন না। দলিল চাইলে মাথা থেকে পা পর্যন্ত যা করার করবেন।’
ভারতে এ পর্যন্ত ৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার কেরালায় একই পরিবারের পাঁচ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ওই পরিবারের তিন সদস্য সম্প্রতি ইতালি সফর করেছেন।
এর আগে, দেশটিতে তিন বছরের এক শিশুর শরীরে এনসিওভি-১৯ শনাক্ত হয়। ইতালি থেকে ফেরার পথে শনিবার কোচি বিমানবন্দরে ওই পরিবারের সদস্যদের স্ক্রিনিংয়ের সময় করোনা আক্রান্তের বিষয়টি ধরা পড়ে। বর্তমানে ওই শিশুসহ পরিবারটিকে আইসোলেশনে রাখা হয়েছে।
জনসভায় পুরভোটের প্রসঙ্গও টেনে আনেন অনুব্রত। উপস্থিত মানুষদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রার্থী নয়, তৃণমূলের প্রতীক দেখে ভোট দিন।’
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply