মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
আমতলী প্রতিনিধিঃ আমতলীতে বিলুপ্তপ্রায় পুষ্টিসমৃদ্ধ মিষ্টি আলুর জাত সম্প্রসারণে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার খেকুয়ানী গ্রামে ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার (সিআইপি) বাংলাদেশ এর তত্বাবধানে ইন্টারন্যালশনাল রাইস রিসার্চ ইনিস্টিটিউট (আইআরআরআই), ওয়াল্ড ফিস এবং সামিট’র যৌথ উদ্যোগে সিজিআইএআর এর অর্থায়নে এ সভা হয়। এশিয়ান মেগা ডেল্টাস ইনিশিয়েটি এ মাঠ দিবস বাস্তবায়ন করে।
জানাগেছে, আমতলী উপজেলায় পুষ্টিসমৃদ্ধ মিষ্টি আলু উৎপাদন প্রায় বন্ধের পথে। এ মিষ্টি আলুর জাত সম্প্রসারণে ইন্টারন্যালশনাল রাইস রিসার্চ ইনিস্টিটিউট (আইআরআরআই)ওয়াল্ড ফিস এবং সামিট’র যৌথ উদ্যোগ নেয়। মঙ্গলবার খেকুয়ানী গ্রামে শতাধিক কৃষকদের নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য আব্দুস সাত্তার হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষিবিদ ঈশা ইকবাল। বিশেষ অতিথি ছিলেন সিআইপি-বাংলাদেশ এনজিও’র রিসার্চার-এগ্রোনোমি কৃষিবিদ মোঃ মনোয়ার হোসেন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলী কাজী।
সাবেক ইউপি সদস্য সোবাহান সিকদারের সঞ্চালনায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাকিয়া সুলতানা, সিএনএস নাজিরা, কৃষক ইদ্রিস হাওলাদার ও কৃষাণী রিনা বেগম প্রমুখ।
মাঠ দিবসে ৬০ জন কৃষককে মিষ্টি আলুর লতা ও ৬০ জন কৃষককে সবজি বীজ প্রদান করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply