শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
বানারীপাড়া (বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়ায় পঞ্চম বারের মতো আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর রোজ শুক্রবার উপজেলা ইলুহার ইউনিয়নের মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। মলুহার বাইতুম মনির জামে মসজিদ কমপ্লেক্স ও ক্বিরাত সম্মেলন এন্তেজামিয়া কমিটির সভাপতি মাস্টার মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে এবং মলুহার বাইতুম মনির জামে মসজিদ কমপ্লেক্স ও যুব সমাজের উদ্যোগে হামিদা সাঈদ ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় দেশের খ্যাতিমান হাফেজদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে উপস্থিত থেকে মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত করেন তানজানিয়া দেশের বিশ্ব খ্যাতিমান সম্পন্ন হাফেজ শায়খ ক্বারী ঈদী সাবান, মিশর থেকে আগত শায়খ ক্বারী মোহাম্মদ ছানাদ আব্দুল হামিদ, শায়খ ক্বারী সালাহ মোহাম্মদ সোলায়মান, আফ্রিকা থেকে আগত শায়খ ক্বারী আহমদ হিজা, বাংলাদেশের শায়খ ক্বারী মনজুর বিন মোস্তফা, শায়খ ক্বারী আব্বাস উদ্দীন, শায়খ ক্বারী আবুজর আল সিফারী। বাংলাদেশ, মিশর, আফ্রিকা, তানজানিয়া এই ৪ টি দেশের হাফেজ ক্বারীগন মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত করেন। এসময় এলাকাসহ দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার মুসল্লিরা মনোমুগ্ধকর ক্বিরাত উপভোগ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply