বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
উত্তম কুমার, বাউফলঃ বাউফলে পৃথক দুর্ঘটনায় তরিকুল শরীফ (৩৫) নামের একজন মোটরসাইকেল আরোহী ও সেন্টু প্যাদা (৫০) নামের একজন জেলে নিহত হয়েছেন । বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫ টার দিকে বাউফল-বরিশাল মহাসড়কের বগা এলাকায় মোটরসাইকেল চালক তরিকুল দুর্ঘটনায় নিহত হয়। স্থানীয়রা ভাঙা মোটরসাইকেল (পটুয়াখালী মেট্রো- হ ১২২৬১১) এর পাশেই মাথা থেতলানো অবস্থায় তাকে দেখতে পায়। ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোন ট্রাক তাকে চাপা দিয়েছে। অপরদিকে তেঁতুলিয়া নদীর মঠবাড়িয়া পয়েন্টে লঞ্চের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে সেন্টু প্যাদা নামের একজন জেলে নিহত হয়েছেন। এসময় তার সহকর্মী দুই জেলে সাঁতার কেটে তীরে উঠে নিজেদের জীবন রক্ষা করে। ঘন কুয়াকাশার কারণে লঞ্চের নাম নিশ্চিত হতে পারেনি অন্যান্য জেলারা।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, কিভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply