কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া | আপন নিউজ

বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে গণভোটের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় নিলেন মহিপুরের মন্নান হাওলাদার পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন
কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া

কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া

মো. আবু ইউসুফ

কমার্স নিয়ে পড়লে কি হওয়া যায়?

কমার্স (Commerce) পড়ার প্রয়োজনীয়তা আজকের আধুনিক যুগে অনেক বেড়ে গেছে। সহজ ভাষায় বললে – কমার্স এমন একটি বিষয়, যা আমাদের শেখায় কীভাবে টাকা, ব্যবসা, হিসাব, অর্থনীতি ও বানিজ্য কাজ করে। কমার্স নিশ্চয়তা দেয় প্রতিটি মানুষের ব্যবহারিক জীবনের সঙ্গে সম্পর্কিত সকল বিষয়, চাকরি ব্যবসা দু’দিকেই সুবিধা, ডিজিটাল যুগে অর্থনীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারনা এবং নেতৃত্ব ও পরিকল্পনা ।

আগেকার সময় কোন ছেলে-মেয়েদের যখন জিজ্ঞেস করা হতো, তুমি বড় হয়ে কী হবে? তখন তাদের মুখ থেকে একটিই উত্তর বের হত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বা পাইলট! খুব কম ছেলে-মেয়েই বলত আমি অ্যাকাউন্টেন্ট হবো। বা আমি বিজনেস এনালাইটিকস হতে চাই। কেন বলত না কারণ কমার্সের বিষয়গুলো নিয়ে কেউ সচেতনই ছিল না।

একসময় সবাই ভাবতো কমার্স মানেই হিসাব-নিকাশ, মানবিক শাখার চেয়ে একটু আধটু ভালো। কিন্তু যখন এই সাবজেক্ট নিয়ে ছাত্র/ছাত্রীরা পড়াশোনা শুরু করলো, তখন বুঝতে পারলো আসলেই এটা কতটা পাওয়ারফুল একটা ফিল্ড!

কেন এটা অন্য সাবজেক্টগুলোর চেয়ে আলাদা, আর চাকরির বাজারে এর অবস্থান ভালো।

কমার্স মানে শুধুমাত্র হিসাববিজ্ঞান নয়। এটা এক বিশাল জগৎ। যেখানে বিজনেস, অর্থনীতি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, ব্যাংকিং ইত্যাদি বিষয় একসাথে শেখা যায়। এইসব বিষয়গুলো বর্তমান চাকরির বাজারে সরাসরি প্রযোজ্য।

কমার্স এমন একটি ফিল্ড, যা শেখায় কিভাবে একটা দেশ, একটা কোম্পানি বা একটা দোকানও চালানো যায়।

কমার্স কি আর্টস এর চেয়ে কঠিন?

এটা একটা প্রচলিত প্রশ্ন। মানুষ একসময় ভাবতো, “কমার্স বুঝি আর্টসের চেয়ে কঠিন।”

আসলে প্রতিটা সাবজেক্টেরই আলাদা আলাদা চ্যালেঞ্জ আছে।

আর্টসে যেখানে ভাষা, ইতিহাস, দর্শনের মতো গভীর চিন্তা থাকে, কমার্সে সেখানে থাকে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন হিসাব বা্ সহজ কথায় সম্পূর্ণ মানবজীবন বিশ্লেষণ, বাজার বোঝা, ব্যবসা চালানো।

তবে একটি বিষয় বলি যদি কেউ প্র্যাকটিক্যাল চিন্তা করে ভবিষ্যতে নিজে কিছু করতে চায় বা চাকরির পাশাপাশি ব্যবসা গড়তে চায়, তাহলে কমার্স প্রত্যেকের জন্য আদর্শ বা খুবই গুরুত্বপূর্ণ।

কমার্স নিয়ে পড়লে চাকরির বাজারে কতটা এগিয়ে থাকবেন?

এখনকার যুগে ডেটা, ফিনান্স, বিজনেস অ্যানালাইসিস এগুলো সবচেয়ে হাই-ডিমান্ড স্কিল।

কমার্স পড়েই শিখতে হয় যেমন-

অ্যাকাউন্টিং

ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট

মার্কেটিং

ই-কমার্স

ব্যাংকিং

ট্যাক্সেশন

অডিটিং

এন্টারপ্রেনারশিপ

এই স্কিলগুলো নিয়েই তৈরি হয় আজকের সবচেয়ে চাহিদাসম্পন্ন পেশাগুলো।

কমার্স পড়ে কী কী চাকরি পাওয়া যায়?

অনেকেই ভাবে, কমার্স মানেই শুধু CA বা ব্যাংক জব। কিন্তু না! এখানে অপশন অনেক বড়:

No

পদবী

কোথায় কাজ করা যায়

1 Chartered Accountant (CA)

Big 4 ফার্ম, কর্পোরেট হাউজ, ব্যাংকিং

2 Cost & Management Accountant

ম্যানুফ্যাকচারিং, প্রজেক্ট ফার্ম

3 Auditor

সরকার/বেসরকারি কোম্পানি

4  Bank Officer

সরকারি/বেসরকারি ব্যাংক

5 Business Analyst

আইটি কোম্পানি, স্টার্টআপ

6 Marketing Executive

ফাস্ট-মুভিং কনজিউমার গুডস (FMCG), এজেন্সি

7 Tax Consultant

ট্যাক্স ফার্ম

8 E-commerce Specialist

অনলাইন বিজনেস, অ্যামাজন/দারাজ

9 Entrepreneur

নিজের ব্যবসা

এছাড়াও MBA করে HR, Operations, Finance, বা International Business-এর মতো দারুণ ফিল্ডেও ক্যারিয়ার গড়া যায়।

কমার্স নেওয়ার আগে ছাত্র/ছাত্রী যা ধারনা করে থাকে-

❌“কমার্স মানেই শুধুই হিসাব”

❌ “বিজ্ঞান না নিলে ভালো ক্যারিয়ার হয় না”

❌ “কমার্সে ভালো চাকরি পাওয়া কঠিন”

আধুনিক এই সময় সচেতন শিক্ষার্থী যা ভাবে-

✅ কমার্স মানে ভবিষ্যতের অর্থনীতিকে বুঝে গড়ে তোলা।

✅ এখান থেকেও কোটি টাকার ব্যবসা গড়ে তুলতে পারা।

✅ চাকরির অপশন এমনও আছে, যা অন্য অনেক সাবজেক্টে নেই।

তাহলে কমার্স কেন নেব?

ভবিষ্যতে বিজনেস করতে চাইলে? কমার্স পড়তে হবে।

চাকরি চাই ফিনান্সে বা ব্যাংকে? কমার্স পড়তে হবে।

এক্সেল, ডেটা, মার্কেট বুঝে কাস্টমার ধরতে চাই? কমার্স পড়তে হবে।

পড়াশোনার পাশাপাশি বাস্তবজীবনের ব্যবহারিক জ্ঞান চাই? কমার্স পড়তে হবে।

শেষ কথা

কমার্স এখন আর “মাঝামাঝি” সাবজেক্ট নয়। এটা স্মার্টদের সাবজেক্ট যারা ভবিষ্যতের কথা ভাবে, স্বাধীনভাবে কিছু করতে চায়, অথবা কর্পোরেট দুনিয়ায় নিজেদের প্রমাণ করতে চায়।

মনে রেখতে হবে কমার্স শুধু হিসাব শিখায় না, শেখায় কীভাবে অর্থকে সঠিকভাবে ব্যবহার করে সফল হওয়া যায় সুতরাং-“কমার্স মানেই নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া”।

লেখক

বিভাগীয় প্রধান, হিসাববিজ্ঞান বিভাগ, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ, কলাপাড়া, পটুয়াখালী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!