রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

এস এম আলমগীর হোসেনঃ
কলাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপুরে এ সংর্বধনা দেয়া হয়।

এর আগে বেগম রোকেয়া দিবসে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: তাছলিমা আখতার প্রমূখ। আলোচনা শেষে ৫ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। এরা হলো অর্থ নৈতিক ভাবে সাফল্য আর্জনকারী নারী সাদিয়া আফোরজ, শিক্ষা ও চাকরীর ক্ষেত্রে সাফল্য আর্জনকারী নারী সীমা রানী ওঝা, সফল জননী নারী যোবায়দা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্দ্যামে শুরু করা নারী মোসা: কহিনুর, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী শাহীনা পরভীন সীমাকে সংবর্ধনা দেয়া হয়। সভায় পাঁচ জয়ীতাকে সম্মাননা স্বারক ও সনদ দেয়া হয়। আলোচনা সভা সঞ্চালনা করেন সংবাদকর্মী আতিকুর রহমান মিরাজ।
এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, পিএইচডি স্বাস্থ্য সমন্নয়কারি নূর মোহাম্মদ, ওসিসি’র কলাপাড়া প্রোগ্রাম অফিসার, ইদ্রিস আলম, আভাস’র কলাপাড়া প্রজেক্ট ম্যানেজার মো: মনিরুল ইসলাম প্রমূখ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply