গলাচিপার আমখোলায় নৌকার মাঝি হতে চান মোশের্দা আক্তার লিপি | আপন নিউজ

বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:০৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
মানুষের কৃতকর্মে বিষাক্ত হয়ে উঠছে পৃথিবী গলাচিপায় সীসা দূষণ প্রতিরোধে স্বাস্থ্যকর্মী গলচিপায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই নারীকে পি’টি’য়ে জ’খ’ম কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিতি হবে আগামী ৫জুন গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুরগী ব্যবসায়ীকে মা’রধ’র গলাচিপায় অপার সম্ভাবনাময় সু-স্বাদু মুগডাল যাচ্ছে জাপানে গলাচিপায় ঝিলিক সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালকের সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে ভয়ংকর ‘টর্পেডো’ খালে ভেসে আসায় জনমনে আতঙ্ক এক পায়ে লাঠি ভর করে প্রথম ভোট দিতে পেরে খুশি শারীরিক প্রতিবন্ধী আখিনুর
গলাচিপার আমখোলায় নৌকার মাঝি হতে চান মোশের্দা আক্তার লিপি

গলাচিপার আমখোলায় নৌকার মাঝি হতে চান মোশের্দা আক্তার লিপি

মো. নাসির উদ্দিন প্যাদা, গলাচিপাঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মেধাবী সন্তান মোশের্দা আক্তার লিপি (৫১)। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়ন পেতে চান। মোশের্দা আক্তার লিপি মুজিব আদর্শের একজন পরিক্ষীত সৈনিক এবং একজন বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তান। ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তার বাবা মরহুম আব্দুল খালেক মিয়া। ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। জেলা ছাত্রলীগের একজন কর্মী থেকে রাজনৈতিক জীবন শুরু মোশের্দা আক্তার লিপি। ১৯৮৮ সালে পটুয়াখালী সরকারি মহিলা কলেজ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক পদ লাভের মধ্য দিয়ে সাংগঠনিক দায়িত্ব পালন ও সকল গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। জেলা যুব মহিলা লীগের সভাপতি হিসেবে ২০০৩ থেকে অদ্যবদি দায়িত্ব পালন করে আসছেন। তিনি আমখোলা ইউনিয়নের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করে আসছেন এবং ভবিষ্যতেও এই এলাকার মানুষের সুখ দুঃখের সাথী হয়ে পাশে থেকে সেবা করতে চান। মোশের্দা আক্তার লিপি নিজ উদ্যোগে করোনাকালীন সময়ের প্রথম ধাপ থেকে জেলা শহরসহ নিজ ইউনিয়নের সাধারণ মানুষের পাশে ছিলেন। কর্মহীন, অসহায় পরিবারের খাদ্য সহায়তায় সর্বদা আন্তরিকতার সাথে কাজ করেছেন। তিনি বলেন, পেশাদার দায়িত্বের পাশাপাশি এলাকায় খেটে খাওয়া সাধারণ মানুষের সুখ দুঃখে সব সময় পাশে থাকতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, জেলা-উপজেলা আওয়ামী লীগ আমাকে যখন যে দায়িত্ব দিয়েছেন তখন আমি সে দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেছি। এলাকার সকল সামাজিক কর্মকান্ডে আমি অংশগ্রহণ করেছি। তিনি আরও বলেন, আমি আমখোলা ইউনিয়নবাসীর সেবক হতে চাই, এই ইউনিয়নের প্রতিটি মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করতে চাই। আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নৌকা মার্কার প্রার্থী হতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পুরুষের পাশাপাশি নারীদেরকেও অধিকার দিয়েছেন। গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র আমখোলা ইউনিয়নে আমিই একমাত্র নারী প্রার্থী। সকলে আমার জন্য দোয়া করবেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি যেন ভাল থাকেন। তিনি ভাল থাকলেই বাংলাদেশ ভাল থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!