সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর ঈদ-উপহার নিতে এসে কলাপাড়ায় মোটরসাইকেল চাপায় বৃদ্ধের মৃত্যু
আপন নিউজ, কলাপাড়া অফিসঃ প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ ঈদ সহায়তার নগদ অর্থ আনতে গিয়ে কলাপড়ায় মোটরসাইকেল চাপায় নুরুল ইসলাম মাঝি (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল তিনটার দিকে উপজেলার বালীয়াতলী সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত নুরুল ইসলাম মাঝি ওই ইউনিয়নের ছোট বালিয়াতলী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সুমন হাওলাদার জানান, তিনি বাড়ি থেকে পায় হেটে প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ ঈদ সহায়তার নগদ অর্থ (৪৫০ টাকা) ইউনিয়ন পরিষদ থেকে আনতে যাওয়ার পথে একটি মটোরসাইকেল তাকে চাপা দেয়। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা প্রথমে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে তাক্ষনিক ওই বৃদ্ধাকে পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরন করা হয়।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত এ বিষয়টি তাদের জানা নেই। তবে খোজঁ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply